Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ি একটি খামার

                                            একটি বাড়ী একটি খামার

                                                                                                                                                                                                                                            একটি বাড়ি একটি খামার প্রকল্পঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সাকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার স্বপ্ণের প্রকল্প  একটি বাড়ি একটি খামার প্রকল্প। এ প্রকল্পটিবাংলাদেশের প্রতিটি উপজেলার ৪ টি ইউনিয়নের ৩৬ টি ওয়ার্ডে এর ৩৬ টি গ্রাম(প্রতিটি ওয়ার্ডে একটি করে গ্রাম) বাস্তাবায়িত হচ্ছে। প্রতিটি গ্রামের ৪০জন মহিলা ও ২০জন পুরুষ সর্বমোট ৬০ জন উপকার ভোগী সদস্য আছে। প্রত্যেকসদস্য সাপ্তাহিক ৫০ টাকা মাসিক ২০০ টাকা হারে বছরে ২৪০০ টাকা সঞ্চয় জমাদিলে প্রকল্প হতে সমপরিমান ২৪০০ টাকা উৎসাহ সঞ্চয় বোনাস প্রদান করা হয়।এছাড়াও প্রতিটি সমিতিতে বছরে ১৫০০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকাঘূর্ণায়মান ঋণ তহবিল প্রদান করা হয়। উপকারভোগীদের সঞ্চয়, উৎসাহ বোনাস ওঘূর্নায়মান ঋণ তহবিলের টাকা থেকে উপকারভোগীদের আর্থ- সামাজিক উন্নয়নেরজন্য বার্ষিক ৮% হারে ঋণ প্রদান কার হয়। কর্তমানে আনলাইন ব্যাংকিং এরমাধ্যমে সঞ্চয় জমা, উৎসাহ সঞ্চয় বোনাস প্রদান ও যাবতীয় ঋণ কার্যক্রমপরিচালিত হছ্ছে। এ প্রকল্পের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী আফিসার।